দীর্ঘদিন পরে গত মাসে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হরিরামপুর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটি দেয়, যাহার আহ্বায়ক করা হয় হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, ১৯ জন্য সদস্য।
আজ ১৬ এপ্রিল ২০২৩ রবিবার বিকেলে ৪ ঘটিকায় উপজেলা চত্বরে হরিরামপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মিসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর হরিরামপুর দক্ষিণ মানিকগঞ্জের মানুষের আস্থার স্থপতি, মানিকগঞ্জ – ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ বেগম এম পি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই হরিরামপুর উপজেলা একটি অবহেলিত জনপদ ছিলো আমি সংসদ নির্বাচিত হয়ে পদ্মানদীর ভাঙ্গন রোধে অস্থায়ী, স্থায়ী বেড়ীবাঁধ করেছি, বাকী অংশও আগামীতে করে দিবো, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন বালিরটেক কালিগঙ্গা নদীতে ব্রিজ করে দিয়েছি, যাত্রাপুর, দিয়াবাড়ি ব্রিজ সহ কয়েকটি ব্রিজের কাজ চলমান, যেখানে যে ব্রিজ কালভার্ট দরকার করে দেবো, মানিকনগর গোপীনাথপুর ইছামতী নদীর উপর ব্রিজ পাশ করেছি, অনেক গুলো রাস্তা পাকা করণ ও মেরামতের জন্য টেন্ডার আহ্বান হয়েছে, শতভাগ বিদ্যুৎয়ান করেছি, স্কুল কলেজে দৃষ্টিনন্দন ভবন করেছি, আরও করবো, মানবিক উন্নয়নে ও অবকাঠামো উন্নয়নের জন্য যেখানে যেটুকু দরকার, এক কথায় স্মার্ট হরিরামপুর করতে যা প্রয়োজন সবকিছু করার জন্য যা লাগবে সব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা।
আমি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই।
তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিলে আবারও নৌকায় ভোট দিবেন আশা করি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহীউদ্দীন এডভোকেট, মানিকগঞ্জ পৌর সভার মেয়র মো: রমজান আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম সোহাগ ভাই, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাসার,
ঝিমিয়ে পরা হরিরামপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কে চাঙা করতে আহ্বায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে, সদস্য সচিব কামরুল হাসান ফিরোজের সঞ্চালনায় আজকের এই ইফতার, কর্মিসভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক হাজী ইউসুফ আলী, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জনাব দেওয়ান আব্দুর রব, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহিদুর রহমান ভিপি শহিদ, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাজারী শামীম, সংসদ সদস্যর একান্ত ব্যক্তিগত সচিব মাসরুক হাসান সজল, যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুধী ও সুলীল সমাজ, পেশাজীবি, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।